logo

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে মাধ্যমিক ২০২২ এ ২০ তম স্থান পেয়ে নজরকাড়া সাফল্য উমরপুর ক্রিসেন্ট অ্যাকাডেমির বিগত বছর

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে মাধ্যমিক ২০২২ এ ২০ তম স্থান পেয়ে নজরকাড়া সাফল্য উমরপুর ক্রিসেন্ট অ্যাকাডেমির

বিগত বছরের মত এ বছর ও মাধ্যমিক ২০২২ এ নজরকাড়া সাফল্য ক্রিসেন্ট অ্যাকাডেমি উমরপুরের । এই প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ৬৭৪ নম্বর পেয়ে প্রথম হয়েছে মোহাম্মদ সরফরাজ ( বাংলা- ৯১, ইংরেজী- ৯৫, অংক- ৯৯, ভৌতবিজ্ঞান- ৯৯, জীবনবিজ্ঞান -৯৫ ইতিহাস- ৯৭ , ভুগোল- ৯৯ )। মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এক ইমাম সাহেবের ছেলে আমেরিকায় জনসন এন্ড জনসন কোম্পানিতে কর্মরত পদার্থবিজ্ঞানী মোঃ সাইদুর রহমান ও উনার সহধর্মিনী জলি খাতুন এর ভাবনায় ও আল-আমিন মিশনের সহযোগিতায় তৈরি হয় এই প্রতিষ্ঠান ২০১৫ সালের ২২ শে ফেব্রুয়ারি । মাত্র ৩৫ জন ছাত্র নিয়ে শুরু হওয়া এই প্রতিষ্ঠানে আজ প্রায় ২০০ কাছাকাছি ছাত্র পাঠরত । এবছর এই প্রতিষ্ঠান থেকে ৬৭২ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে তৌফিক মামুদ( বাংলা- ৯৬ ,ইংরেজি -৯৩, অংক -১০০ ,ভৌতবিজ্ঞান -৯৭ ,জীবন বিজ্ঞান-৯৬ ) ও ৬৫৭ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে মোঃ নবাব আলী শেখ। মোহাম্মদ সরফরাজ এবং তৌফিক মাহমুদ এর বাবা দুজনেই মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলের গ্ৰাম্য চিকিৎসক এবং মোহাম্মদ আলী শেখের বাবা অর্থোপেডিক প্রতিবন্ধী ও আর্থিক অনটনের সংসদ এর মধ্যে আল-আমিন মিশনের সহযোগিতায় তৈরি ক্রিসেন্ট অ্যাকাডেমিতে উপযুক্ত পরিবেশ ও পরিচর্যার ফলে তাদের সন্তানের এই চমকপ্রদ ফল হয়েছে বলে জানান কৃতি ছাত্রের অভিভাবকরা । বিজ্ঞানী সাইদুর রহমানের শিক্ষা ক্ষেত্রে এই কর্মযজ্ঞকে সাধুবাদ জানান সকল ছাত্রের পরিবার । কৃতি ছাত্রদের চোখের ডাক্তার হওয়ার স্বপ্ন লালিত অদূর ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য আল আমিন মিশন খলতপুর শাখায় একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে মোহাম্মদ সরফরাজ এবং তৌফিক মামুদ । এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিজ্ঞানী মোঃ সাইদুর রহমান মহাশয় সূদূর আমেরিকা থেকে সফল ছাত্রদের অদূর ভবিষ্যতে আরও উচ্চতর সাফল্য কামনা করেন এবং উনি উনার ভাবনাকে আরো ভালোভাবে বিস্তার ও বাস্তবায়ন করবেন বলে জানান । ক্রিসেন্ট অ্যাকাডেমির ডিরেক্টর মোঃ সোবিউল ইসলাম জানান , গুণগত মান বিশিষ্ট শিক্ষাকে সমাজের প্রান্তিক থেকে প্রান্তিকতর স্তরে পৌঁছে দিতে আল-আমিন মিশনের সাধারণ সম্পাদক স্যার মোহা: নুরুল ইসলাম এর পাশাপাশি বিজ্ঞানী সাইদুর রহমানের মত ব্যক্তিদের আরো বেশি করে এই অসম লড়াইয়ের ময়দানে নামার প্রয়োজন ।
এই প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট জলি খাতুন গার্ল স্কুল খুলে সমাজ এবং দেশকে তরান্বিত করার প্রবল ইচ্ছা প্রকাশ করেন । তিনি আজ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদে মাধ্যমিকে সর্বোচ্চ নম্বরে উত্তীর্ণ ছাত্রদের মনোবল বাড়ানোর পাশাপাশি সকল ছাত্রদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবায় নিয়োজিত হওয়ার উদাত্ত আহ্বান জানান।

43
19001 views
  
1 shares